categories

OUR POETs (1) POEMS (3) TECH (3) কবিতা (28)

Saturday 18 February 2017

Friday 27 January 2017

Friday 20 January 2017

Wednesday 18 January 2017

ভালোবাসি তোমায়




৩৪. ভালোবাসি তোমায় 



                     - মুহাম্মদ জাহাঙ্গীর আলম
  


 আমি ভালোবাসি শুধু তোমাকে যে প্রেম
 মিথ্যে নয় এ ভাবনা যেনো রেখো তুমি
 ভাগ্য বলে মেনেছি, তোমাকে হারিয়েছি 
ললাটে ছিলে কি শুধু মোর মিছে মিছি। 


বাসর ঘরের ফুল বাসি হলো আজ
 সিতারা হয়ে রয়েছে তবু প্রেম সাজ 
শুকতারা মিটি মিটি দিয়ে যায় উঁকি
 ধুধু করে বুকে যদি কেহ তব ডাকি।


 তোমাকে ঘিরে ছিলো সব স্বপ্ন আমার 
মার খেলাম কতো তোমাকে হারাবার।
 

 কেমন করে সবো বলো এ প্রেম দাহ
 যে যতনে রেখেছি আজো প্রেম মোহ 
প্রেম প্রিয় সব গেলো যে, তব আশাতে 
মরণ হয়েছে মোর, শুধাই তোমাতে। 


 বি:দ্র: প্রথম লাইনের প্রতিটা বর্ণ দ্বারা পরের লাইনের প্রথম শব্দ সাজানো হয়েছে।




* * *

দাহ্যময় প্রেম



৩৩. দাহ্যময় প্রেম


                                  - মুহাম্মদ জাহাঙ্গীর আলম
  

 তাহারে ছেড়ে একা রই যে আনমনে
বেঁহুশে হারাই প্রাণ, সে হয়তো জানে
 আমারে ফেলে রেখে অসহায় দূর 
কেমনে বাজাবো তাল প্রেমময় সুর। 


 কষ্ট পেয়েও ভগ্ন হৃদয়ে হয় প্রেম
 মায়ার জালে আবদ্ধ দু-প্রাণের ফ্রেম
 সুখ পেতে জনম ভর, কতো বাসনা
মরণে কতক প্রেম পায় যে শান্তনা।


 প্রেমে সুখ, প্রেমে দুঃখ প্রেমে পরবাস 
প্রেমের কারণে কারো চক্ষু জলে বাস
 ভাবুক এ সত্তা কেমনে রাখবো শান্ত 
তাহার প্রেমে আজ উতালা উদভ্রান্ত।


 আঁধার ঘন রাতে তারা যেমন জ্বলে 
মধুমাখা প্রেম হয় স্বার্থক অনলে। 


 বি:দ্র: এই কবিতাটি ি এবং ী নেই 




* * *


এক দিন হবে যে ছুটি



৩২. এক দিন হবে যে ছুটি


                                                           
                  - মুহাম্মদ জাহাঙ্গীর আলম


 একদিন হবে যে ছুটি রাখি এ ধরা
 কভু পাবে না সাড়া, আসিবেনো যে বাঁধ,
 দিনের আলো এমন, আসবেনা রাত্র
 নয়ন খুলে হেরিলে যে ঝড়িবে আঁখি। 


হঠাৎ যখন নামিবে বৃষ্টির ধারা 
বে-হিসেবি পত্র, কেমনে দিবে তা কাটি 
যেখানে রয়েছে গো যে, ছুটিবেনা পিছু
 ছুতে চাবে সম্মুখ যেভাবে রয়েছে যে।


 টিকা পড়া কপালে কিছু লোক দেখিবে
 রাখো মনে তাদের পুণ্যে ভরা তারা হে। 


খিসারত দিবে প্রভুর কাছে যেদিন 
এ ললাটে হবে সেদিন একা নিনাদি 
ধমকা বায়ু দিবে নাড়া, ভয়ে দিবে ডাক
 রাখি, একদিন হবে যে ছুটি ধরা এ।


 বি:দ্র: এই কবিতার প্রথম লাইন পুরো কবিতার চারদিক ঘিরে আছে। 




* * * 

Monday 16 January 2017

পার্থক্য



৩১) পার্থক্য 
  


                                     - মুহাম্মদ জাহাঙ্গীর আলম



কতো সুন্দর দেখিতে মোর প্রিয়তমা
 দীঘল কেশ তার, মেঘ যেন তুলনা
 কাজল কালো চোখেতে অপস্বরী বামা
 চূর্ণ হবে মন দেহি, তার প্রেম বিনা।


 সুশীল ধড় গাঁহন সবই অজানা 
দন্তচ্ছদ দুটি যেনো পেতে চায় আমা 
অপেক্ষারত এ প্রাণ করিবো বরণ 
দয়িত বিহীন হেরা প্রণয় দুর্গম। 


জীবন জননে লেগেছিল যারে ভালো
 স্বার্থ পিছুটানে তাই আজ বহু দূরে 
তার প্রেম দহনে মরছি জ্বলে পুড়ে
 বিবস মনেছিল গ্রেডী, বাসেনি ভালো। 


শুন্য থেকে ধনী হয়েছে, তাতেই কি সে 
দূর ঠেলেছে ঘৃনায় মোরে অবশেষে। 




* * *